ব্যারিষ্টার কুতুব উদ্দিন আহমদ শিকদার জামেয়া আয়েশা সিদ্দিকা পরিদর্শন করলেন

শেয়ার করুন         ব্যারিষ্টার কুতুব উদ্দিন আহমদ শিকদার। কওমী পড়ুয়া জেনারেল শিক্ষিত সহজ সরল ও মার্জিত চরিত্রের অধিকারী এক মাওলানা। ১৯৭২ সালে আজাদ দ্বীনী এদারায়ে তালিম বাংলাদেশের অধীনে মারকাজি পরীক্ষায় রানাপিং মাদ্রাসা থেকে মমতাজ পেয়ে উত্তীর্ণ হোন। পরবর্তীতে ব্যক্তিগত চেষ্টায় জেনারেল শিক্ষায় সুনাম ও কৃতিত্বের সাথে লেখাপড়া করে ব্যারিষ্টার হিসাবে নিজেকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করতে সক্ষম হোন। তিনি বাংলাদেশের কওমী পড়ুয়া প্রথম আলেম; যিনি প্রখর মেধার অধিকারী একজন বিজ্ঞ মুহাক্কিক আলেম হওয়ার পাশাপাশি জেনারেল শিক্ষিত ব্যারিষ্টারও বটে। তিনি আমাদের কানাইঘাটের রত্ম, রাজাগঞ্জের সু সন্তান। গত ১৪ নভেম্বর সোমবার দুপুর ১২ টায় জামেয়া … Continue reading ব্যারিষ্টার কুতুব উদ্দিন আহমদ শিকদার জামেয়া আয়েশা সিদ্দিকা পরিদর্শন করলেন